
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৫ আগস্ট ২০২৫।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে রামুতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু বাইপাস এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে জনসাধারণের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
কমরেড গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে
বক্তারা বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার পর্যটননির্ভর শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, তৈরি হচ্ছে যানজট। জনদুর্ভোগ লাঘবে এবং জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অবিলম্বে ছয় লেনে উন্নীত করার দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দেন রামু সম্মিলিত নাগরিক পরিষদের
আহ্বায়ক মাস্টার মোহাম্মদ আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক কিশোর বড়ুয়া, সাংবাদিক এইচএম এরশাদ, নাজিম উদ্দিন, কামরুল হাসান, রামু সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. কেপি দাশ প্রমুখ।