‘মেট্রোরেল এখনই যাত্রীগণের মনে জায়গা করে নিয়েছে’।
এডভোকেট মোহাম্মদ এনামুল হক,আদালত বার্তা ঃ ৮ নভেম্বর ২০২৩
প্রথম মেট্রোটি উত্তরা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে যায় এবং ঠিক ৮টা ০৩ মিনিটে মতিঝিল পৌঁছায়; এই ২১ কিমি দীর্ঘ পথ অতিক্রম করতে মাত্র ৩৩ মিনিট সময় লাগে।
সকালে আগারগাঁও স্টেশনে মেট্রোর টিকিট সংগ্রহ করতে যাত্রীদের ভিড়;
“উত্তরা থেকে মতিঝিলে অফিস যাবার কথা ভাবলেই আমার দুঃস্বপ্ন হতো। আর এখন মাত্র ৩৩ মিনিটে অফিসে পৌঁছে সব স্বপ্নের মতো মনে হচ্ছে।”
প্রথমবারের মতো মেট্রোরেলে চড়ে এভাবেই নিজের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন অফিসগামী যাএীগন।
“সকাল সাড়ে ৭টায় উত্তরা থেকে মেট্রোরেলে চড়ে সকাল ৮টা ০৫ মিনিটে মতিঝিল এসে পৌঁছে যায় যাএীগন। মেট্রোতে চড়ে সবার মুখে ছিল তৃপ্তির হাসি।
পল্লবী থেকে আসা যাএীগন বলেন মতিঝিল পৌঁছাতে এতোদিন তার দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতো।
অথচ আজ ২০ মিনিটের একটু বেশি সময় লেগেছে।
যাএীগন বলেন, “মেট্রোতে প্রচুর ভিড় ছিল, কিন্তু সবাই অনেক খুশিও ছিল, কারণ তাদের জন্য আগে এর চেয়ে দ্রুতগামী কোনো যাতায়াত মাধ্যম ছিল না।”
এখন যাএীগনোর একটাই আফসোস, বিকেলে ফেরার সময় মেট্রো ব্যবহার করতে পারবেন না কারণ বর্তমানে আগারগাঁও-মতিঝিল রুটে সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্তই মেট্রোর পরিষেবা মিলছে।
আনন্দের সাথে যাএীগন বলেন, “মেট্রো ইতিমধ্যেই আমাদের মনে জায়গা করে নিয়েছে।”
শনিবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল সেকশনের উদ্বোধন করেন। রবিবার থেকে জনসাধারণের চলাচলের জন্য তা উন্মুক্ত করা হয়েছে।
প্রথম মেট্রোটি উত্তরা থেকে সকাল সাড়ে ৭টায় ছেড়ে যায় এবং ঠিক ৮টা ০৩ মিনিটে মতিঝিল পৌঁছায়; এই ২১ কিমি দীর্ঘ পথ অতিক্রম করতে মাত্র ৩৩ মিনিট সময় লাগে, যা পাড়ি দিতে আগে কয়েক ঘণ্টা লেগে যেত।সরেজমিনে আগারগাঁও থেকে মতিঝিল গিয়ে দেখা যায়, মতিঝিলগামী ট্রেনে বেশি ভিড় ছিল, কেননা এই যাত্রীদের বেশিরভাগই ছিলেন অফিসগামী।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এমএনএ সিদ্দিক জানান, আপাতত আগারগাঁও ও মতিঝিলের মধ্যে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলবে। সকাল সাড়ে ১১টার পর মতিঝিল-আগারগাঁও রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে এবং উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।