1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তন শুরু হোক আপনার ঘর থেকে  সীমানা নিয়ে আদালতে অভিযোগের সুযোগ নেই, আন্দোলনে লাভ হবে না বিএনপি-এনসিপি-জামায়াতের ত্রিমুখী অবস্থান; এবার কী করবে সরকার? আমাদের ভারতের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: গুনথার আ.লীগের যেসব নেতাদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি তোমাকে থামাতে চাইবে সবাই, কিন্তু টিকবে তুমিই রাশিয়া, চীন ও ভারত যদি ডলারের ওপর নির্ভরতা কমিয়ে একটি অভিন্ন মুদ্রা ব্যবস্থা গড়ে তোলে, তাহলে সারা বিশ্বে কি ধরনের পরিবর্তন ঘটবে? ৪৬টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনল নির্বাচন কমিশন আইনি চ্যালেঞ্জের মুখে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া, হাইকোর্টের রুল জারি ৩ দাবিতে শুক্রবার সর্বদলীয় সংহতি সমাবেশ

সীমানা নিয়ে আদালতে অভিযোগের সুযোগ নেই, আন্দোলনে লাভ হবে না

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

সীমানা নিয়ে আদালতে অভিযোগের সুযোগ নেই, আন্দোলনে লাভ হবে না

নিউজ ডেস্ক আ সেপ্টেম্বর ৭, ২০২৫

নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশ করা সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে কোনো আদালতে কোনো অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। বিক্ষোভ-আন্দোলন করেও কোনো লাভ হবে না।

রোববার (০৭ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার ৩০০ আসনের চূড়ান্ত সীমানার তালিকা প্রকাশ করে ইসি।

এতে ২০২৩ সালের সীমানার তালিকা থেকে ৫০টির মতো আসনে পরিবর্তন আনা হয়। এতে গাজীপুর একটি আসন বাড়িয়ে বাগেরহাটে একটি কমানো হয়।

এ নিয়ে গাজীপুরে আনন্দ মিছিল হলেও বিক্ষোভ-আন্দোলন চলছে বিভিন্ন নির্বাচনী এলাকায়।

এসব নিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সীমানা নির্ধারণের কাজটি কমিশন নিরপেক্ষভাবে কাজটি শেষ করেছে।

প্রশাসনিক অখণ্ডতা , ভোগলিক এলাকা, সর্বশেষ আদম শুমারির কথা আইনে বলা হয়েছে। আদমশুমারির রিপোর্ট পরীক্ষা করে দেখেছি। কিছুটা অসামঞ্জস্যতা রয়েছে, বিতর্ক রয়েছে।  

তিনি বলেন, গত ১৬ জুনের আপডেট ভোটার সংখ্যার ওপর ৬৪ জেলার ভোটার সংখ্যা, অ্যাভারেজ সংখ্যা, টোটাল সংখ্যা পরীক্ষা করে ঠিক করেছি যে, কোথাও খু্ব বেশি, কোথাও খু্ব কম। সেটা বিবেচনায নিয়ে খসড়াটা করি। সেই খসড়ার ওপর দাবি-আপত্তি এলে, শুনানি করে বিষয়টি চূড়ান্ত করা হয়।

তিনি বলেন, আদমশুমারির যাতে গ্যাপ না থাকে সেজন্য ভোটার সংখ্যাকেও বিবেচনায় নেওয়ার চেষ্টা করেছি। মোট ৪০ হতে পারে, ৪৬টি আসনেও পরিবর্তন হতে পারে।

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, সীমানা নিয়ে আন্দোলন কারা করছে, কেন করছে, তারা কী বলতে চাচ্ছে আমরা সেটা এখনো জানি না। কেননা, আঞ্চলিকতা, রাজনৈতিক বিষয়, স্থানীয় বিষয় থাকে।

তিনি বলেন,কমিশন সর্বোচ্চ সতর্কতা নিরপেক্ষকতা এবং যৌক্তিক বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ করেছে। সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে কোনো আদালতে কোনো অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই।

সীমানা নির্ধারণে প্রায়োরিটি কোনটা দিয়েছেন- এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কোথাও প্রশাসনিক বিষয় নিলে এক ধরনের সমস্য হয়, আবার ভৌগলিক বাদ দিলে এক রকম সমস্যা হয়৷ কাজেই সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছে।

গাজীপুরে বাড়লে বাগেরহাটে কমল কেন- এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বেশি ছিল গাজীপুরে, কম বাগেরহাটে। চার লাখ ২০ হাজার ছিল গড়। এটাও ধরলে বাগেরহাটে কমই থাকে৷ ক্ষেত্র বিশেষে ভোটার সংখ্যা আমলে নেওয়া হয়েছে।

কোথাও আনন্দ কোথাও বিক্ষোভ চলছে, এ বিষয়ে কী বলবেন- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আইনের ভাষায় কোনো লাভ আছে বলে মনে হয় না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট