1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়া, চীন ও ভারত যদি ডলারের ওপর নির্ভরতা কমিয়ে একটি অভিন্ন মুদ্রা ব্যবস্থা গড়ে তোলে, তাহলে সারা বিশ্বে কি ধরনের পরিবর্তন ঘটবে? ৪৬টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আনল নির্বাচন কমিশন আইনি চ্যালেঞ্জের মুখে ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া, হাইকোর্টের রুল জারি ৩ দাবিতে শুক্রবার সর্বদলীয় সংহতি সমাবেশ তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ঐতিহাসিক রায় বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টে নিজেকে শক্ত করে গড়ে নিতে হয়। এই শহরের খারাপ পরিস্থিতিতে কেউ কারো পাশে থাকে না।  ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং-পোলিং কর্মকর্তার প্যানেল গঠনের নির্দেশ ইসির ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার সাংবাদিক পেটানোর ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

৩ দাবিতে শুক্রবার সর্বদলীয় সংহতি সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

৩ দাবিতে শুক্রবার সর্বদলীয় সংহতি সমাবেশ

 নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সর্বদলীয় সংহতি সমাবেশের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদের। আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানায় গণঅধিকার পরিষদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২৯ আগস্ট) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংবাদ সম্মেলন করার সময় শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর বর্বরোচিতভাবে হামলা করা হয়। সেই সঙ্গে দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। এই ঘটনায় শতাধিক নেতাকর্মী আহত হয়, অনেকের অবস্থা গুরুতর।

সরকারের পক্ষ থেকে বিচারের আশ্বাস দিলেও হামলাকারীদের ভিডিও ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় গণঅধিকার পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। জুলাই অভ্যুত্থানের পরও তার মতো নেতার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে, যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয়। এটি কেবল গণঅধিকার পরিষদের ওপর নয়, বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা। গণঅধিকার পরিষদ মনে করে এই হামলার পেছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে, যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত।

এতে বলা হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আগামীকাল (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় শাহবাগে সর্বদলীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। গণঅধিকার পরিষদের সব নেতাকর্মী, সমর্থক এবং গণতন্ত্রকামী জনগণকে সর্বদলীয় সংহতি সমাবেশে অংশগ্রহণ করে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট