1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

বিএনপির সঙ্গে ‘আপাতত সমঝোতার’ সুযোগ নেই, মার্কিন প্রতিনিধি দলকে জানাল আওয়ামী লীগ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ বার পড়া হয়েছে

বিএনপির সঙ্গে ‘আপাতত সমঝোতার’ সুযোগ নেই, মার্কিন প্রতিনিধি দলকে জানাল আওয়ামী লীগ।

নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ৯ অক্টোবর ২০২৩।

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির সঙ্গে ‘আপাতত’ সমঝোতার সুযোগ নেই। আর এই সমঝোতার পথ বিএনপিই বন্ধ করে দিয়েছে। সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফে একথা বলা হয়েছে।

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানান। আজ সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল মধ্যস্থতা করতে আসেনি। আমরাও বলেছি, আমরা একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা সেভাবেই কাজ করছি।

‘মার্কিন ১২ সদস্যের একটি প্রতিনিধি দল আমাদের সাথে বৈঠক করেছে৷ বিদেশি পর্যবেক্ষকদের কথাবার্তা পজিটিভ মনে হয়েছে। তারা কোনো পক্ষ নিয়ে এসেছে, এমন মনে হয়নি।’

আওয়ামী লীগ সাধরণ সম্পাদক বলেন, ‘আমরা তাদেরকে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে কথা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জাতির কাছে প্রধানমন্ত্রীর যে অঙ্গিকার, তা আমরা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছি।’

মার্কিন প্রতিনিধি দল কোনো প্রস্তাব দিয়েছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘তারা কোনো দলের প্রতিনিধিত্ব করতে আসেননি। তারা কোনো প্রস্তাব দেয়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট