
রায় শুনে উত্তেজিত আসামি, বিচারককে জুতা নিক্ষেপ
নিউজ ডেস্ক আদালত বার্তা : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
চট্টগ্রামে অস্ত্র মামলায় রায় শুনে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন এক আসামি। রোববার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনিরার আদালতে মো. রাজু নামে এক আসামি এই কাণ্ড ঘটান।
তবে মঙ্গলবার (১৯ আগস্ট) জানাজানি হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।
এর আগে, আদালত রাজুকে ১৭ বছরের কারাদণ্ডের আদেশ দেন।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, নগরীর পাহাড়তলী থানার একটি অস্ত্র মামলায় আসামি মোহাম্মদ রাজুকে অস্ত্র রাখার দায়ে ১০ বছর ও গুলি রাখার দায়ে ৭ বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। কিন্তু রায় ঘোষণা শেষ হওয়ামাত্রই আসামি রাজু উত্তেজিত হয়ে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।
তিনি আরও বলেন, এজলাসে হট্টগোল তৈরি হয়। সঙ্গে সঙ্গে পুলিশ আসামিকে রাজুকে নিবৃত্ত করে মেট্রো কোর্ট হাজতখানায় নিয়ে যায়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১১ ডিসেম্বর নগরীর পাহাড়তলী থানার এ কে খান গেইট এলাকা থেকে এক
টি একনলা বন্দুক ও গুলি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় হওয়া মামলা তদন্ত শেষে রাজুর বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ