1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘সিগন্যালের’ অপেক্ষায় - আদালত বার্তা
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘সিগন্যালের’ অপেক্ষায়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘সিগন্যালের’ অপেক্ষায়

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৪ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘সিগন্যালের’ অপেক্ষায় রয়েছে মোদি সরকার— দাবি মোহাম্মদ সেলিমের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার প্রশ্নে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে— এমন মন্তব্য করেছেন ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) বা সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

“হাসিনার থাকা–যাওয়া মোদি সরকারই ঠিক করবে”

সমাবেশে মোহাম্মদ সেলিম বলেন,

“শেখ হাসিনা যাবেন, না থাকবেন— সেটা মোদি সরকারই সিদ্ধান্ত নেবে। তাহলে তারা এখনো এ বিষয়ে চুপ কেন?”

তিনি অভিযোগ করেন, আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কথা বলতেন। কিন্তু বর্তমানে তিনি এ বিষয়ে নীরব রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ইঙ্গিত

সেলিমের দাবি,

“আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন। এখন বলছেন না, কারণ যুক্তরাষ্ট্র নিষেধ করেছে। আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগন্যালের অপেক্ষায় রয়েছে।”

তার এই বক্তব্য ভারতের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি বাংলাদেশ-ভারত-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সমীকরণ নিয়েও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

রাজনৈতিক মহলে শুরু আলোচনা

সিপিআইএম নেতার এমন বক্তব্যের পর ভারত ও বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার অবস্থান, তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন এবং ভারতের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

তবে এই মন্তব্যের বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

কূটনৈতিক প্রেক্ষাপট

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাকে ঘিরে ভারত সরকারের অবস্থান কেবল দ্বিপক্ষীয় বিষয় নয়; এর সঙ্গে যুক্ত রয়েছে

আঞ্চলিক রাজনীতি,

বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি,

এবং যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক শক্তির কৌশলগত অবস্থান।

এ প্রেক্ষাপটে সিপিআইএম নেতার বক্তব্য রাজনৈতিক হলেও, তা কূটনৈতিক বাস্তবতার একটি দিক ইঙ্গিত করছে কি না, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট