আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব।
সুজন তালুকদার সিনিয়র রিপোর্টার আদালত বার্তাঃ১৫ জানুয়ারি ২০২৩।
দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রোববার সকাল ১০টায় শুরু হয়ে আখেরি মোনাজাত চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত।
মোনাজাত পরিচালনা করছেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ যোবায়ের। গত দুই দিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান করা হলেও মোনাজাত পরিচালনা হয় বাংলায়।
মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিতে পূর্ণ হয়ে যায় তুরাগের মূল মাঠের বাইরে আশপাশের পুরো এলাকা। ভোর রাত থেকে শীত উপেক্ষা করে ইজতেমায় যেতে শুরু করে ধর্মপ্রাণ মুসল্লিরা।
বিমানবন্দর থেকে শুরু করে উত্তরা আব্দুল্লাহপুর হয়ে টঙ্গী এলাকারা কয়েক কিলোমিটার জুড়ে সবত্রই ছিল লোকে-লোকারণ্য।
রাস্তাঘাট ভবনের ছাদ যে যেখান থেকে পেরেছে মোনাজাতে অংশ নেয়। এছাড়া শত শত মানুষ যারা সময় মতো পৌঁছাতে না পেরে বাস ট্রেনে বসেই বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত মোনাজাতের সাথে শরিক হয়।
ফজরের নামাজের আগেই ময়দান ছাড়িয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় আশপাশের সড়কও। নামাজের পর হেদায়েতি বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান।
এদিকে, আখেরি মোনাজাত পর্যন্ত আব্দুল্লাপুর ও টঙ্গির কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়। চার দিন বিরতির পর ২০ জানুয়ারি ফজর নামাজের পর আম বয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুরু হবে।